SLST-তে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের পূর্বের চাকরিতে ফেরার বিজ্ঞপ্তি!
শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের জন্য সামনে এলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, যাঁরা পূর্বে অন্য কোনও চাকরি ছেড়ে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে চাকরি বাতিল হয়েছে, তাঁরা এখন ফের আগের পদে ফিরে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এই বিজ্ঞপ্তিটি মূলত সেইসব প্রাথমিক শিক্ষক পদের জন্য প্রযোজ্য, যা এসএসসি (SSC)-র মাধ্যমে নিয়োগ হয়েছিল এবং যেগুলি হাইকোর্টের নির্দেশে বাতিল হয় সংখ্যায় যা প্রায় ২৬ হাজার। সংশ্লিষ্টদের মধ্যে যাঁরা আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হয়েছিলেন, তাঁদের জন্য পুরনো পদের দরজা আবারও খুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই প্রক্রিয়ায় আপাতত মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত প্রায় ১৭৬ জন প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা এই সুযোগের আওতায় আসতে পারেন। তাঁদের ২৪ সেপ্টেম্বর, দুপুর ১২টার মধ্যে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে, যেখানে তাঁদের সার্ভিস সম্পর্কিত তথ্য যাচাই করা হবে।
সূত্রের খবর, এই উদ্যোগ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ অনুযায়ী এবং রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকেও এই প্রক্রিয়ায় সম্মতি মিলেছে। বিজ্ঞপ্তি ইতিমধ্যেই বিভিন্ন জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাইকরণ শেষ করা যায়।
যদিও বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় নথিপত্রের নির্দিষ্ট তালিকা উল্লেখ করা হয়নি, তবুও আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে নিজের চাকরি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, যেমন পুরনো চাকরির নিয়োগপত্র, অব্যাহতি পত্র, বেতন স্লিপ প্রভৃতি সঙ্গে নিয়ে যেতে।
চাকরি হারানো অনেক শিক্ষকের কাছে এই সুযোগ এক আশার আলো হয়ে এসেছে। কারণ, অন্য চাকরি ছেড়ে নতুন পদের জন্য ঝুঁকি নেওয়া প্রার্থীরা হঠাৎ করে আয় ও পরিচয়ের দিক থেকে এক অনিশ্চয়তায় পড়েছিলেন। তাঁদের জন্য পুরনো পদে ফেরার এই সুযোগ এক পুনর্জীবনের মতো।
এখন দেখার, অন্যান্য জেলাও এই পদক্ষেপ অনুসরণ করে কিনা, এবং কতজন শিক্ষক এই সুযোগ গ্রহণ করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊