Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্টেশন চত্বর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুজোর মুখে বিষাদের সুর

স্টেশন চত্বর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুজোর মুখে বিষাদের সুর জলপাইগুড়িতে

স্টেশন চত্বর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পুজোর মুখে বিষাদের সুর জলপাইগুড়িতে


জলপাইগুড়ি: পুজোর ঠিক মুখে মর্মান্তিক ঘটনা। জলপাইগুড়ি শহরের স্টেশন সংলগ্ন দুই নম্বর রেল গুমটি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাত সকালে এমন ঘটনায় বিষাদের সুর নেমে এসেছে শহরবাসীর মধ্যে।

জানা গিয়েছে, এদিন সকালে এলাকার একটি বড় গাছের নিচে স্থাপিত শিব মন্দির চত্বর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা সকালে মন্দিরে প্রণাম করতে গেলে প্রথম মৃতদেহটি তাঁদের নজরে আসে। খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে ভিড় জমায় আমজনতা।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তাঁর পরিচয় জানতে পারায় দিনবাজার এলাকা থেকে ছুটে আসেন তাঁর কাকা।

ঘটনা প্রসঙ্গে মৃত ব্যক্তির কাকা বলেন, "মৃত ব্যক্তি সম্পর্কে আমার ভাইপো। সে খুব মদ খেত। কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে ডাক্তাররাই বলতে পারবেন।"

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code