Latest News

6/recent/ticker-posts

Ad Code

গভীর রাতে চুরির চেষ্টা বাড়ির দোকানে! চাঞ্চল্য ওকড়াবাড়ী এলাকায়

গভীর রাতে চুরির চেষ্টা বাড়ির দোকানে! চাঞ্চল্য ওকড়াবাড়ী এলাকায়

Theft


ভয়াবহ ঘটনা! গভীর রাতে চুরির চেষ্টা বাড়ির দোকানে। চাঞ্চল্য ওকড়াবাড়ী এলাকায়। জানা যাচ্ছে ওকড়াবাড়ী বাজার এলাকা পেড়িয়ে কালীরপাট এলাকায় এক ডেকরেটার্সের দোকানে চুরির চেষ্টা। জানা যাচ্ছে বাড়ির সাথে লাগানো ওই দোকানের সাটার ভাঙার চেষ্টা করে চোরেরা।

গভীর রাতে প্রথমে একজন জায়গা পরিদর্শন করে আর তারপর চারজন মুখ ঢেকে এসে প্রথমে সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় আর তারপর চলে চুরির চেষ্টা। সবটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মোট চারটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যার মধ্যে ফ্রন্টের ক্যামেরা দুটি কাপড় দিয়ে ঢেকে সাটার ভাঙার চেষ্টা করে চোরেরা।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এরজন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ডেকরেটার্স দোকানের মালিক সম্রাট বর্মন জানান, সকালে ঘুম থেকে উঠে সাটারের পরিস্থিতি দেখে আমরা অবাক হয়ে পড়ি। এরপর সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারি মোট চারজন চুরির চেষ্টা চালিয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হবো। তবে কোনো কিছু নিয়ে যেতে না পারলেও সাটার বাঁকা হয়ে গেছে‌ বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code