কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাতে রেল সংক্রান্ত ৬ দফা দাবি পেশ কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের
আজ কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের কোচবিহার ইউনিটের তরফে কোচবিহার কলেজে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাতে কোচবিহার শহর স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ, বামনহাট শিলিগুড়ি জংশন (ভায়া ফালাকাটা) লোকাল ট্রেন পুনরায় চালু করা ও অন্যান্য মোট ছয় দফা দাবি যুক্ত দাবি পত্র তুলে দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার ইউনিটের তরফে হীরক কুমার দাস, কামাখ্যা চক্রবর্তী, উদয় কুমার বড়ুয়া ও অন্যান্যরা। মঞ্চের তরফে জানানো হয়, আমরা এর আগে রেলস্টেশনে, ডিআরএমকে একাধিক দাবি পত্র দিয়েছি। এবার আমাদের সাংসদের হাতেও দাবিপত্র তুলে দিলাম। আশা রাখি সাংসদ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। রেলের উন্নয়ন হলে গোটা কোচবিহারবাসীর সুবিধা হবে। সেই কথা ভেবেই এই পদক্ষেপ।
এ প্রসঙ্গে মঞ্চের আহ্বায়ক বলেন, আমরা বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাতে দাবিপত্র তুলে দিলাম। তেমনি গত পরশু আমাদের কোর গ্রুপের বরিষ্ঠ সদস্য তথা দিনহাটা কলেজ হল্ট বাচাও নাগরিক কমিটির সম্পাদক জয় গোপাল ভৌমিক বালুরঘাটে গিয়েছিলেন একলাখি বালুরঘাট রেল যাত্রী ও সমাজ কল্যাণ উন্নয়ন এর রক্তদান শিবিরে আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে। ওখানে উনি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এর নিকট কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের বিভিন্ন দাবি তুলে ধরেন ও দাবি পত্র জমা করেন। দিনহাটা কলেজ হল্টের এর বিষয়টিও উনি আন্তরিকভাবে মন্ত্রীর নিকট তুলে ধরেন। আমরা সর্বত্র রেলের উন্নয়নের মধ্য দিয়ে মানুষের সুবিধার জন্য কাজ করে চলছি। আশা রাখি আমাদের দাবি গুলো পূর্ণ হবে।
তিনি আরোও জানান, আজ সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার হাতে দাবি পত্র তুলে দিতেই সাংসদ তৎক্ষণাৎ পদক্ষেপ নেন, ফোন করেন ডিআরএমকে। ডি আর এম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আর তাতে আমরা বেশি আশাবাদী যে আমাদের দাবি গুলো পূর্ণ হবে। এবং তৎক্ষণাৎ সাংসদের এই পদক্ষেপে আমরা খুশি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊