Latest News

6/recent/ticker-posts

Ad Code

এশিয়া কাপের সুপার ফোরে কোন কোন দল, কবে কার বিরুদ্ধে কার ম্যাচ?

এশিয়া কাপের সুপার ফোরে কোন কোন দল, কবে কার বিরুদ্ধে কার ম্যাচ? 

Asia Cup


গ্রুপ পর্বে এখনোও বাকি একটা ম্যাচ। আর তার আগেই এশিয়া কাপের সুপার কারা স্পষ্ট হয়ে গেল সেই চিত্র। গ্রুপ পর্বে মুখোমুখি হওয়া বাকি ভারত ও ওমান। যদিও এখন সেই ম্যাচ শুধু নিয়মরক্ষার।

গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে পরবর্তী পর্বে। এখন থেকে রাউন্ড রবিন ফরম্যাটে মুখোমুখি হবে এই চার দল। অর্থাৎ প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে খেলবে।

এই ধাপে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করা দুই দল সরাসরি যাবে ফাইনালে। ফলে সুপার ফোরের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চার দলের সমানতালে প্রতিদ্বন্দ্বিতায় এবার চূড়ান্ত লড়াই যে আরও রোমাঞ্চকর হতে চলেছে, তা বলাই যায়।

শনিবার থেকেই সুপার ফোরের যুদ্ধে নামবে চার দল। আগামী রবিবার সেরা দুই দল নামবে ফাইনালে।

এশিয়া কাপ সুপার ফোর সূচি

২০ সেপ্টেম্বর — শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

২১ সেপ্টেম্বর — ভারত বনাম পাকিস্তান

২৩ সেপ্টেম্বর — পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

২৪ সেপ্টেম্বর — ভারত বনাম বাংলাদেশ

২৫ সেপ্টেম্বর — পাকিস্তান বনাম বাংলাদেশ

২৬ সেপ্টেম্বর — ভারত বনাম শ্রীলঙ্কা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code