Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রেমিকের সাথে পরিকল্পনা করে স্বামীকে খুন স্ত্রীর !কোচবিহারে চাঞ্চল্য

প্রেমিকের সাথে পরিকল্পনা করে স্বামীকে খুন স্ত্রীর !কোচবিহারে চাঞ্চল্য

Coochbehar news


প্রেমিকের সঙ্গে মিলে 'পথের কাঁটা' সরাতে স্বামীকে খুন স্ত্রীর! ঘটনায় ব্যাপক শোরগোল কোচবিহারের মাথাভাঙ্গায়। অভিযোগ, খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন করেছেন এক গৃহবধূ। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও (৪০), যিনি পূর্ত দপ্তরের কর্মী ছিলেন। ঘটনাটি মাথাভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঘটে।

সূত্রের খবর, পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন পিন্টু। অভিযোগ, স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করেন। রাতে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ। তারপর সারারাত ছটফট করতে থাকে এরপর সকালে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার তদন্তে নেমে মাথাভাঙ্গা থানার পুলিশ গৃহবধূকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ করা হয় মৃতের স্ত্রীকে। বয়ানে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করে পুলিশ। তাকে শনিবার মাথাভাঙ্গা আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে স্ত্রীর প্রেমিকের যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code