রবির সকাল থেকেই শুরু বৃষ্টি, জানুন আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও রবিবার (Sunday) এবং সোমবার (Monday) ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহার (Cooch Behar) জেলায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই বৃষ্টির ফলে তিস্তা (Teesta), তোর্সা (Torsa) ও জলঢাকা (Jaldhaka) নদীর জলস্তর (Water Level) বাড়তে পারে। পাহাড়ি এলাকায় নতুন করে ধস (Landslide) নামার আশঙ্কাও রয়েছে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য রবিবার থেকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ থেকে ১৯ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির (Moderate to Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে।
আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়ি (Jalpaiguri)—এই দুই জেলায় ১৭, ১৮ ও ১৯ অগাস্ট পর্যন্ত মাঝারি বৃষ্টির (Moderate Rain) পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)—১৭, ১৮ ও ১৯ অগাস্ট পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ১৭ অগাস্ট বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির (Scattered Light Rain) সম্ভাবনাও রয়েছে।
১৮ অগাস্ট—এই দিনে কিছু এলাকায় অল্প ভারী থেকে ভারী বৃষ্টি (Light to Heavy Rain) হতে পারে, যা নদীর জলস্তর (River Water Level) বাড়াতে পারে এবং পাহাড়ি অঞ্চলে ধসের (Landslide) আশঙ্কা তৈরি করতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) শনিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম (Birbhum) সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain) হতে পারে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আর্দ্রতা ও তাপমাত্রার কারণে অস্বস্তি (Discomfort) বাড়বে।
কলকাতায় (Kolkata) শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরের (Bay of Bengal) নিম্নচাপ (Low Pressure) বর্তমানে ওডিশা (Odisha) ও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে। যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলায় (Bengal) পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর (Meteorological Department)।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊