Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB DA Case : সুপ্রিম কোর্টে ডিএ মামলায় একাধিক প্রশ্নের মুখে রাজ্য

WB DA Case : সুপ্রিম কোর্টে  ডিএ মামলায় একাধিক প্রশ্নের মুখে রাজ্য

WB DA Case : সুপ্রিম কোর্টে  ডিএ মামলায় একাধিক প্রশ্নের মুখে রাজ্য



ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। এর আগে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ সরকার মানেনি। এই আবহে আজ এই মামলার শুনানি চলাকালীন সরকারকে কার্যত 'মহাজন' আখ্যা দিয়েছে শীর্ষ আদালত। গত দুইদিনের শুনানিতে যে সব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়েছে রাজ্য তা জেনেনিন। 

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যে প্রশ্নগুলো উঠে এসেছে-

কেন্দ্রীয় হারে ডিএ প্রদান কি বাধ্যতামূলক?

রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী করুণা নন্দী যুক্তি দেন, অল ইন্ডিয়া কনজ়িউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই) না মানলেও ডিএ প্রদান বাধ্যতামূলক, কারণ কেরালা সরকার তা নিয়মিত দিয়েছে।


রাজ্য সরকার কি কোনো সুনির্দিষ্ট নীতি ছাড়া ডিএ প্রদান করছে?

আইনজীবী রউফ রহিমের মতে, রাজ্য সরকার কোনো নির্দিষ্ট নীতি না মেনে নিজেদের খেয়ালখুশি মতো ডিএ দিচ্ছে।


রাজ্য সরকার কি বিভ্রান্তি তৈরি করে সুযোগ নিচ্ছে?

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে।


রাজ্য সরকারের ডিএ দেওয়ার নীতি কী?

রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান সওয়াল করেন, সরকার ডিএ দেওয়ার আগে মূল্যবৃদ্ধি এবং বাজেটের বিষয়টি খতিয়ে দেখে। তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্যের নীতি আলাদা, তাই রাজ্যই সিদ্ধান্ত নেবে কিসের ভিত্তিতে ডিএ দেওয়া হবে।


আইন মানার ক্ষেত্রে কী করণীয়?

শীর্ষ আদালত পর্যবেক্ষণ করে জানায় যে, আইন মানা সবপক্ষের জন্য বাধ্যতামূলক।


কর্মীদের আর্থিক অবস্থার কী হবে?

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর কড়া পর্যবেক্ষণে বলা হয়, কর্মীদের আর্থিক অবস্থার কথাও ভাবতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code