নির্মাণ শ্রমিকদের বরাদ্দ অর্থ চা সুন্দরী প্রকল্পে! সিটুর অভিযোগ সরকারের বিরুদ্ধে
২০ আগস্ট ২০২৫:
তৃণমূল সরকার নির্মাণ শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ চা বাগান কেন্দ্রিক প্রকল্পে ব্যবহার করছে—এই অভিযোগ তুলে সরব হল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (CITU)। বুধবার জেলা পরিষদ ভবনে তৃণমূলের সহযোগী সংগঠনের আয়োজিত এক বিশেষ শিবিরকে কটাক্ষ করে সিটুর জেলা সম্পাদক কৃষ্ণ সেন বলেন, “এটা একপ্রকার ভাঁওতা। নির্মাণ শ্রমিকদের বোকা বানানোর চেষ্টা চলছে।”
তিনি জানান, ২০০৬ সালে বামফ্রন্ট সরকারের সময় নির্মাণ শ্রমিকদের জন্য একটি সামাজিক প্রকল্প চালু হয়েছিল। সেই প্রকল্প থেকে শ্রমিকরা সন্তানদের পড়াশোনার খরচ, চিকিৎসা, সাইকেলের যন্ত্রাংশ কেনার জন্য আর্থিক সহায়তা পেতেন। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই প্রকল্পের অর্থ অন্য খাতে সরিয়ে দিচ্ছে।
সিটুর অভিযোগ, নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে অর্থ নিয়ে চা বাগানে শিশুদের জন্য ক্রেস নির্মাণ, এম্বুলেন্স কেনা এবং চা সুন্দরী আবাস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অথচ এই প্রকল্পগুলোর সঙ্গে নির্মাণ শ্রমিকদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই।
এই বিষয়ে কৃষ্ণ সেন বলেন, “বাম আমলে শ্রমিকদের জন্য যে প্রকল্প চালু হয়েছিল, তা ছিল সরাসরি উপকারভোগী ভিত্তিক। এখন সেই প্রকল্পের টাকা দিয়ে চা বাগানের উন্নয়ন হচ্ছে, যা নির্মাণ শ্রমিকদের অধিকার হরণ।”
সিটুর তরফে জানানো হয়েছে, তারা এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনি পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে। পাশাপাশি, প্রকৃত উপকারভোগীদের কাছে বিষয়টি তুলে ধরার জন্য জেলা জুড়ে প্রচার অভিযান শুরু হবে।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊