Latest News

6/recent/ticker-posts

Ad Code

হরিয়ানা গুরগাঁওয়ের বাঙালি বস্তিতে TMC MP, তীব্র ভর্ৎসনা কেন্দ্রের সরকারেরকে

হরিয়ানা গুরগাঁওয়ের বাঙালি বস্তিতে TMC MP, তীব্র ভর্ৎসনা কেন্দ্রের সরকারেরকে

tmc


২০২৬ নির্বাচনের আগে বাংলা ভাষা ও বাঙালিয়ানাকে হাতিয়ার করেছে তৃণমূল? ভাষা আন্দোলনের শুরু সূচনা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রবীভূম বোলপুর শান্তিনিকেতন থেকে । ঠিক এরপর থেকে মুখ্যমন্ত্রীর M.P MLA তীব্র ভাবে মাঠে নেমে পড়েন ।

এবার দেখা গেলো রাজ্যে সভার সাংসদ সামিরুল ইসলাম ফের হরিয়ানা গুরগাঁওয়ের সরকার কে খোঁচা দিচ্ছেন ।কারণ বিজেপির জোট সরকার রয়েছে ।

তিনি কী লিখেছেন “সামিরুল ইসলাম “- "নিজভূমে পরবাসী! এই দেশ তাঁদেরও। এই মাটিতে যারা আজ তাঁদের তাড়িয়ে দিচ্ছে ভিনদেশী তকমা দিয়ে, তাঁদের যা অধিকার, এই মানুষগুলোর তার কোনো অংশে অধিকার কম নয়। দেশের প্রধানমন্ত্রী যতটা ভারতীয়, এই মানুষগুলোও ঠিক ততটাই ভারতীয়। বরং দেশের প্রতি এদের অধিকার অনেক বেশি, কারণ দেশ তৈরির কাজ এরাই করেন। আমি হরিয়ানার গুরগাঁওয়ের অধিকাংশ বাঙালি বস্তিতে গিয়েছিলাম। খুব কাছে থেকে দেখলাম পরিস্থিতি আর কথা বললাম আমাদের বাংলার বাসিন্দা ওই মানুষগুলোর সাথে। সব বস্তিগুলির থেকে বেশিরভাগ বাঙালি পরিযায়ী শ্রমিক ফিরে গিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে। যারা কাজের টানে আর পরিবারের জন্য থেকে গিয়েছেন, তাঁরা আজ ভীত, সন্ত্রস্ত। ভয় পাচ্ছেন শুধু নিজেরা বাংলায় কথা বলেন বলে। এই বস্তিগুলোতে তারা ২০-২৫ বছর ধরে আছেন। আজ বিজেপি এমন এক অদ্ভুত বাতাবরণ তৈরি করেছে, যে বাংলা ভাষায় কথা বললেই সাধারণ মানুষ বাংলাদেশী তকমা দিয়ে দিচ্ছেন। বাংলা বিরোধী বিজেপি এখানে মানুষে মানুষে এক অদ্ভুত বিভেদ তৈরি করেছে। যারা আছেন, তাঁদের সাথে দেখা করে বললাম, ভয় না পেতে। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আছেন তাঁদের সাথে, আমরা সবাই আছি। যেকোনো সমস্যায় যোগাযোগ করতে বলেছি, বলেছি পাশে থাকব আমরা, আমাদের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড আর নেতৃত্বে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী।"

তবে বিজেপি বলছেন, এরা বাঙালি ও বাঙালিয়ানা কে হাতিয়ার করে রাজনীতি করছে। গোটা ভারত ও বিদেশে জুড়ে বাঙালির বসবাস । বাঙালিরা কোথাও যদি অসুবিধায় থাকে তাহলে নিজের বাংলাতে।

إرسال تعليق

0 تعليقات

Ad Code