৭৫ বছরের পুরনো তিলপাড়া ব্রিজ নিয়ে নতুন আশার আলো, কিন্তু এবার কী বাস্তবে কাজ শুরু হবে?
উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ সেতু তিলপাড়া ব্রিজ এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত এই ৭৫ বছরের পুরনো ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকলেও, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও স্থায়ী সংস্কার শুরু হয়নি।
পিচ উঠে যাওয়া রাস্তা, ব্রিজের গায়ে ফাটল ও বর্ষার জলে প্লাবিত ব্যারেজ – সব মিলিয়ে প্রতিদিন বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। শুধুমাত্র সাধারণ যাতায়াত নয়, উত্তরবঙ্গের সঙ্গে পণ্য পরিবহণ এবং চিকিৎসা পরিষেবার দিক থেকেও এই ব্রিজের গুরুত্ব অপরিসীম।
গত বছরের ডিসেম্বর মাসে সেচ দপ্তরের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু বাস্তবে কোনও কাজ চোখে পড়েনি। কিছুদিনের জন্য অস্থায়ী কজওয়ে তৈরি করে দায় সেরেছে প্রশাসন — এই অভিযোগ এলাকাবাসীর।
বৃহস্পতিবার কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেল। হঠাৎই রাজ্য সেচ দপ্তরের একটি প্রতিনিধি দল তিলপাড়া ব্যারেজে এসে পৌঁছায়। আধিকারিকরা ব্যারেজ ও সেতুর গঠন, রাস্তাঘাট, ও জলের প্রবাহ খতিয়ে দেখেন। ফলে এলাকায় কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই ব্রিজের বর্তমান অবস্থা এতটাই নাজুক যে তা শুধুমাত্র মেরামত করলেই দীর্ঘস্থায়ী সমাধান আসবে না। বরং একটি নতুন ব্রিজ নির্মাণই একমাত্র উপযুক্ত সিদ্ধান্ত হতে পারে।
এখন দেখার বিষয়, এই হঠাৎ তৎপরতার ফল কতটা কার্যকর হয়। বহুদিনের অবহেলিত এই ব্রিজ কি অবশেষে পুনরুজ্জীবনের আলো দেখবে, নাকি ফের প্রতিশ্রুতি থেকে যাবে কাগজে-কলমে?
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊