বর্ষার আবেশে মুক্তি পেলো সৌমিতা সাহার মৌলিক গান ‘মেঘবালিকা’
প্রকৃতি প্রেমীরা যারা বর্ষা কে ভালবেসে নিজের প্লুভিওফাইল বলে থাকেন তারা যদি বর্ষার পাশাপশি সঙ্গীতপ্রেমীও হন, তবে এমন মনোরম আবহাওয়ায় বর্ষা কে ভালবেসে একটি হলে তা সত্যিই দারুণ ব্যাপার। জনপ্রিয় গায়িকা, গীতিকার ও সুরকার সৌমিতা সাহা এবার আসছেন তাঁর নতুন মৌলিক গান ‘মেঘবালিকা’ নিয়ে। গানটি প্রকাশিত হতে চলেছে ১৯শে আগস্ট ২০২৫, রাগা মিউজিকের ব্যানারে। রবি ঠাকুরের গান, ও রাগাশ্রয়ী গানের পাশাপশি সৌমিতার মৌলিক গান ও একাধীক বার উঠে এসেছে আলোচনার কেন্দ্র বিন্দুতে। পপ তারকা এনরিকে ইগলেসিয়াসকে উৎসর্গ করে রচিত গান ' স্বপ্ন ', ও মৌলিক প্রেমের গান ' গল্প ' আশানুরূপ প্রশংসা পাওয়ার পর গায়িকা বেঁধেছেন নতুন গান " মেঘবালিকা "।
সাম্প্রতিককালে বাংলার আকাশ যেন রীতিমতো বৃষ্টির সুরে সুর মিলিয়েছে। একের পর এক বর্ষণমুখর দিন যেন ছুঁয়ে যাচ্ছে হৃদয়ের প্রতিটি অনুভূতিকে। সৌমিতা নিজেও স্বীকার করেছেন, তিনি একজন পরিপূর্ণ ‘প্লুভিওফাইল’, অর্থাৎ বৃষ্টিকে প্রাণ দিয়ে ভালোবাসেন। তাঁর কথায়, “এই মনভোলানো আবহাওয়া আমাকে এক অপূর্ব রোমান্টিক অনুভবের মধ্যে ভাসিয়ে নিয়ে গেছে। মরশুমের প্রথম বৃষ্টির সপ্তাহ জুড়ে যেমন ছিল দাবদাহ থেকে রেহাইয়ের শান্তি, তেমনই ব্যাক্তিগত কারণে মনের আকাশও ছিল মেঘাচ্ছন্ন। সেই সমস্ত অনুভূতি, কিছু প্রকৃতি প্রেমের রোমান্টিকতা, কিছুটা মেঘলা মনের না বলা কথা এসব থেকেই জন্ম নিয়েছে ‘মেঘবালিকা’।”
গানটির শিরোনামেই লুকিয়ে আছে বৃষ্টিভেজা এক কাব্যিক সৌন্দর্য। ‘মেঘবালিকা’ যেন এক কাল্পনিক নারী, যিনি মেঘের গহনতা আর বৃষ্টির কোমলতায় মিশে রয়েছেন। সৌমিতার কণ্ঠের মাধুরী মিশে এই গানটি যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য। শিল্পী আরও বলেন " আমি যখন যে গান লিখি বা সুর করি কোনোদিন কিছু পাওয়ার আশায় করিনা। একটা নিঃশর্ত ভালোবাসা থেকে করি । এটা আমার সৌভাগ্য যে আমার ভালোবাসা ভালো লাগার জায়গাটা কিছু শ্রোতার সাথে মিলে মিশে যায়। তবুও বলবো যে টুকু ভালোবাসা আমি পেয়েছি আমার কাছে তা ঈশ্বরের আশীর্বাদের মতো। "
রাগা মিউজিকের সাথে সৌমিতার এই নতুন যাত্রা নিঃসন্দেহে সঙ্গীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার হতে চলেছে বর্ষার মরসুমে। শীঘ্রই সমস্ত মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মে গানটি প্রকাশ পেতে চলেছে। গানটি রেকর্ড করেছেন রানা মন্ডল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊