Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুঃসাহসিক চুরির ঘটনায় তোলপাড় সাহেবগঞ্জ

সীমান্তে মা ছিন্নমস্তার দর্শনে গিয়েছিলেন, ফিরে দেখেন ঘর লুট: সাহেবগঞ্জে দুঃসাহসিক চুরির ঘটনায় বিডিও অফিসপাড়ায় তোলপাড়


সীমান্তে মা ছিন্নমস্তার দর্শনে গিয়েছিলেন, ফিরে দেখেন ঘর লুট: সাহেবগঞ্জে দুঃসাহসিক চুরির ঘটনায় বিডিও অফিসপাড়ায় তোলপাড়



মা ছিন্নমস্তার দর্শনে যাওয়ার সুযোগে নিজের বাড়ি লুট হয়ে গেল এক পরিবারের। সাহেবগঞ্জ বিডিও অফিসের কাছে এক বাসভবনে ঘটলো এই মর্মান্তিক ও দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা নগদ কয়েক লক্ষ টাকা এবং মূল্যবান সোনার গয়না লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক স্বপ্না রানী দে সরকার জানান, তিনি তার প্রতিবেশী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মা ছিন্নমস্তার মন্দিরে পূজা দেখতে গেছিলেন। এই সুযোগের সদ্ব্যবহার করলো দুষ্কৃতীরা। তারা কীভাবে বাড়িতে ঢুকে তালা ভেঙে এই চুরি করল, তা নিয়ে রহস্য রয়েছে।

স্বপ্না রানী দে সরকার বলেন, "আমি মা ছিন্নমস্তার পূজায় গিয়েছিলাম। সেই ফাঁকেই নগদ টাকা এবং সোনার গয়না চুরি হয়ে গেছে।"

স্বপ্না রানী দে সরকার জানিয়েছেন, তিনি এই ঘটনায় সাহেবগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code