Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গা পুজোর অনুদান বিতরণে স্বচ্ছতা কোথায়? কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল হিসেব নিয়ে

দুর্গা পুজোর অনুদান বিতরণে স্বচ্ছতা কোথায়? কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল হিসেব নিয়ে

Where is the transparency in the distribution of Durga Puja donations? Calcutta High Court questions accounting

কলকাতা, ২৫ আগস্ট ২০২৫ — প্রতি বছরের মতো এবারও দুর্গা পুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণা এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছরে প্রতিটি ক্লাব পাবে ₹১,১০,০০০ টাকা করে। বিদ্যুৎ বিলেও থাকছে বিশেষ ছাড়। তবে এই অনুদান বিতরণে স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা (PIL) শুনানি হয়। মামলাকারীর অভিযোগ, বহু ক্লাব অনুদান গ্রহণ করলেও তার যথাযথ হিসেব দিচ্ছে না। আদালতের পর্যবেক্ষণ, “যারা টাকা নিয়েও হিসেব দিচ্ছে না, তাদের ব্যাপারে ভাবতে হবে। প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।”

৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা তলব

আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসেব দিয়েছে এবং কারা দেয়নি—তার বিস্তারিত তথ্যসহ হলফনামা জমা দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। আদালতের বক্তব্য, আগের নির্দেশ অনুযায়ী ক্লাবগুলিকে হিসেব দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি।

রাজ্যের অবস্থান ও আদালতের প্রতিক্রিয়া

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) আদালতে জানান, অনুদান দেওয়ার বিষয়ে কোনও আদালত আপত্তি করেনি, তাই পুজোর পরে মামলার শুনানি হোক। তবে বিচারপতি পাল এই প্রস্তাবে আপত্তি জানান। তাঁর বক্তব্য, “পুজোর পরে আর এই মামলার গুরুত্ব কী? কোর্ট বারবার যে সঠিক হিসেব দেওয়ার কথা বলেছে, সেই হিসেব দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। ফলে পদক্ষেপ নিতে হলে পুজোর আগেই নিতে হবে।”

আগামী শুনানি বুধবার

আদালত জানতে চেয়েছে, যদি কোনও ক্লাব হিসেব না দিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যকে হলফনামা দিয়ে তা জানাতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি বুধবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code