Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরীমনির ‘ভাই’ সম্বোধনেও থামছে না নেটিজেনদের জল্পনা

পরীমনির ‘ভাই’ সম্বোধনেও থামছে না নেটিজেনদের জল্পনা


অভিনেত্রী পরীমনি, নায়িকা পরীমনি, পরীমনির      ভিডিও,


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ছেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সহকর্মী ও কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন তিনি। এরপর সমুদ্রবিলাসে গিয়ে আলাদা করে গোলামের সঙ্গে ছবি পোস্ট করেন, যার ক্যাপশন ছিল—“ঘোরাঘুরি”।

অভিনেত্রী পরীমনি, নায়িকা পরীমনি, পরীমনির      ভিডিও,

তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ২৬ আগস্ট বিকালে প্রকাশিত একটি ভিডিও। সেখানে দেখা যায়, পরীমনি গোলাম হোসেনের কাঁধে হাত রেখে তাঁকে জড়িয়ে ধরেছেন এবং ক্যামেরার সামনে উচ্ছ্বসিতভাবে পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে সুরেলা সংগীত, আর ক্যাপশনে লেখা—“ভাই”।

অভিনেত্রী পরীমনি, নায়িকা পরীমনি, পরীমনির      ভিডিও,

এই ‘ভাই’ সম্বোধন নিয়েই শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তীর্যক মন্তব্য। অনেকেই প্রশ্ন তুলেছেন—“এ কেমন ভাই?” কেউ কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছেন। পরীমনির অতীতের একটি ভিডিওও ফের আলোচনায় আসে, যেখানে তিনি গোলামের হাত ধরে ক্যাপশনে লিখেছিলেন—“হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।” পরে তিনি জানান, সেটি ছিল একটি ‘প্র্যাংক’।

অভিনেত্রী পরীমনি, নায়িকা পরীমনি, পরীমনির      ভিডিও,

গোলাম হোসেন পরীমনির দীর্ঘদিনের সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার। অভিনেত্রী যেখানেই যান, প্রায়শই তাঁর সঙ্গেই দেখা যায় গোলামকে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে বারবার জল্পনা তৈরি হয়।

إرسال تعليق

0 تعليقات

Ad Code