Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিচারহীন অভয়ার এক বছর: ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে জলপাইগুড়িতে ম্যারাথন দৌড়

বিচারহীন অভয়ার এক বছর: ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে জলপাইগুড়িতে ম্যারাথন দৌড়

বিচারহীন অভয়ার এক বছর: ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে জলপাইগুড়িতে ম্যারাথন দৌড়
বৃষ্টি ভেজা সকালে বিচারহীন অভয়ার এক বছর পূর্তিতে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে কোনপাকড়ি থেকে পান্ডাপাড়া কালীবাড়ি মোড় পর্যন্ত ম্যারাথন দৌড়ে অংশ নিলেন শতাধিক ক্রীড়াবিদ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ আগস্ট:

বৃষ্টি ভেজা শনিবারের সকালে জলপাইগুড়ি জেলায় দেখা গেল এক অন্য দৃশ্য। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শতাধিক ক্রীড়াবিদ অংশ নিলেন একটি বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়। উদ্দেশ্য একটাই—বিচারহীন অভয়ার মৃত্যুর এক বছর পূর্তিতে দোষীদের শাস্তির দাবি এবং সুস্থ সংস্কৃতির বার্তা ছড়িয়ে দেওয়া।

এই প্রতিযোগিতার আয়োজন করে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন কমিটি। দৌড় শুরু হয় জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের কোনপাকড়ি মোড় থেকে এবং শেষ হয় পান্ডাপাড়া কালীবাড়ি মোড়ে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচি শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এক সামাজিক প্রতিবাদের ভাষা।

ম্যারাথনের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা এবং কমিটির অন্যতম সংগঠক পীযূষ মিশ্র। উপস্থিত ছিলেন DYFI জলপাইগুড়ি জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, যুবনেতা দেবরাজ বর্মন, প্রভাকর সরকার, SFI জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, এবং কমিটির অন্যান্য সদস্য অহিদুল ইসলাম, অঞ্জন সেন, মৃদুল বোস, রাজীব ভট্টাচার্য, পর্ণা নাগ চক্রবর্তী সহ বহু গণসংগঠনের প্রতিনিধি।

পীযূষ মিশ্র তাঁর বক্তব্যে বলেন,

এক বছর আগে RG Kar হাসপাতালে কর্মরত এক চিকিৎসককে খুন করা হয়। সেই ঘটনার পর রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও এখনও পর্যন্ত সঠিক তদন্ত ও বিচার শুরু হয়নি। অভয়ার মা-বাবা এক বছর ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও বিচার পাননি।

এই ম্যারাথন প্রতিযোগিতা ছিল সেই প্রতিবাদেরই এক রূপ। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে সুস্থ মানসিকতা গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে। ১১ আগস্ট ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code