Latest News

6/recent/ticker-posts

Ad Code

ABTA : নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, এবিটিএ, বাসন্তিরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়, abta cultural event, Dinhat, Basantirhat Kumudini High School, student competition


দিনহাটা, কোচবিহার: দিনহাটা মহকুমার অন্তর্গত বাসন্তিরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে ১৭ই আগস্ট, ২০২৫ তারিখে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এ.বি.টি.এ) দিনহাটা পূর্ব, দিনহাটা পশ্চিম এবং দিনহাটা আঞ্চলিক শাখা সমূহের তত্ত্বাবধানে একটি প্রতিযোগিতামূলক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে দিনহাটা মহকুমার প্রায় ১৮টি বিদ্যালয় থেকে আসা প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

সকাল ১১টায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দিনহাটা মহকুমা সমিতির সভাপতি শ্রী পল্লব দেব সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শিক্ষিকা মৌসুমী চ্যাটার্জী তরফদারের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে মূল সাংস্কৃতিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানের আহ্বায়ক সঞ্জয় মিশ্র তাঁর স্বাগত ভাষণে সবাইকে স্বাগত জানান। এরপর শিক্ষক নিরঞ্জন রায়, শিক্ষক সঞ্জীব সরকার এবং শিক্ষক দেবাশিস দেব তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি, অঙ্কন এবং প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সংগঠনের সভাপতি পল্লব দেব জানান, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতার বিকাশের লক্ষ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান যে, আজকের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা জেলাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং জেলায় সফল প্রতিযোগীরা রাজ্যস্তরে অংশগ্রহণ করবে। এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা ছিল প্রশংসনীয়।

إرسال تعليق

0 تعليقات

Ad Code