Latest News

6/recent/ticker-posts

Ad Code

Flipkart Freedom Sale: পুজোর আগে স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ, শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল

পুজোর আগে স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ, শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল

Flipkart Freedom Sale



পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? কিংবা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আপগ্রেড করার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য এসেছে এক দারুণ সুযোগ। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট নিয়ে আসছে ‘ফ্লিপকার্ট ফ্রিডম সেল’, যেখানে থাকছে একগুচ্ছ স্মার্টফোনে চমকপ্রদ ছাড়।


এই সেল শুরু হচ্ছে ৩১ জুলাই রাত ১২টা থেকে, যদিও শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাস এবং ভিআইপি মেম্বারদের জন্যই প্রাথমিকভাবে সেলটি উন্মুক্ত হবে। সাধারণ ক্রেতারা ১ আগস্ট থেকে এই অফারে অংশ নিতে পারবেন।


টিজারে দেখা গেছে, বেশ কিছু জনপ্রিয় হ্যান্ডসেট থাকছে ছাড়ের তালিকায়। এর মধ্যে রয়েছে  iPhone 16, Moto Edge 60 Fusion, Samsung Galaxy S24 FE, Nothing Phone 3a।


এই ফোনগুলি মিলবে তুলনামূলকভাবে কম দামে। পাশাপাশি থাকছে ফ্ল্যাশ সেল, এক্সচেঞ্জ অফার এবং বিশেষ ব্যাঙ্ক ডিসকাউন্ট।


ফ্লিপকার্ট প্লাস এবং ভিআইপি সদস্যরা ঘোষিত ডিসকাউন্টের পাশাপাশি ফ্লিপকার্ট সুপার কয়েন ব্যবহার করে ১০% অতিরিক্ত ছাড় পেতে পারেন। এছাড়াও নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটায় মিলবে ১৫% পর্যন্ত ছাড়।



এই সেলে থাকবে মোট ৭৮টি ভিন্ন শপিং উইন্ডো, যার মধ্যে রয়েছে ফ্রিডম ডিলস, রাশ আওয়ার, এক্সচেঞ্জ অফার, বাম্পার আওয়ার, টিকটক ডিলস। এছাড়াও রাখিবন্ধন উপলক্ষেও থাকছে বিশেষ অফার।


পুরনো ফোন বিক্রি করে পুজোর আগেই নতুন স্মার্টফোন কেনার এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না। ফ্লিপকার্ট ফ্রিডম সেল থাকছে মাত্র আটদিন, তাই সুযোগ হাতছাড়া না করে সময় থাকতেই প্রস্তুতি নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code