Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার শহরের সাগরদিঘীতে ফের মিলল মৃতদেহ, চাঞ্চল্য

কোচবিহার শহরের সাগরদিঘীতে ফের মিলল মৃতদেহ, চাঞ্চল্য 

Coochbehar news



কোচবিহার শহরের সাগরদিঘীতে ফের মিলল এক অজ্ঞাতপরিচয় মৃতদেহ। সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথমে দেহটি পানির ওপর ভাসতে দেখেন। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।




উল্লেখযোগ্যভাবে, গত এক মাসের মধ্যেই সাগরদিঘী থেকে এটি দ্বিতীয় দেহ উদ্ধার। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে বারবার এমন মৃত্যু হচ্ছে এবং মৃতদেহ দিঘীতে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিঘীর চারপাশে রাতের বেলা কার্যত কোনও নিরাপত্তা থাকে না। অন্ধকার নামলেই জায়গাটি নির্জন হয়ে পড়ে। অনেকের মতে, সঠিক নজরদারি না থাকায় দিঘীকে ঘিরে নানা অসামাজিক কাজকর্ম বাড়ছে। এই ঘটনার পর তাঁদের দাবি, পুলিশ যেন দিন-রাত পাহারার ব্যবস্থা করে এবং সিসিটিভি নজরদারি বাড়ানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে। তবে একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে সাগরদিঘী সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code