Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bangladesh: আগামী রমজানের আগেই নির্বাচন, ঘোষনা মহম্মদ ইউনুসের

Bangladesh: আগামী রমজানের আগেই নির্বাচন, ঘোষনা মহম্মদ ইউনুসের 

Muhammad Yunus


মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেন যে, ২০২৬ সালের রমজানের আগে, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি নির্বাচন কমিশনারকে এ বিষয়ে চিঠি পাঠাবেন। তিনি বলেন, ‘‘২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব।’’ জাতীর উদ্দেশে ভাষণে ইউনূস বলেন, ‘‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা— নির্বাচনের আয়োজন করা।’’




আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিতে দেওয়া এই ভাষণে ইউনূস বলেন, নির্বাচনের আয়োজনই এখন সরকারের প্রধান দায়িত্ব। গত বছর কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রক্তাক্ত গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনার সরকার পতন ঘটে। বাংলাদেশ বায়ুসেনার বিমানে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




বিগত ছয় মাস ধরে বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা চলছিল, এবং ইউনূসের এই ঘোষণাকে বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। একই দিনে ইউনূস জানান, ২০২৪ সালের ‘ছাত্র-গণ অভ্যুত্থান’ রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে এবং পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তা অন্তর্ভুক্ত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code