Latest News

6/recent/ticker-posts

Ad Code

বামনহাট পাথরশনের সোমনাথ মন্দিরে শিব ভক্তের ঢল

বামনহাট পাথরশনের সোমনাথ মন্দিরে শিব ভক্তের ঢল

Bamanhat news


সংবাদ একলব্য: তপন বর্মন

শ্রাবণ মাস শিব ভক্তদের পবিত্র মাসে। এই মাসে শিব ভক্তরা তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার রীতি মেনে শিবলিঙ্গে জল ঢালেন। এই মাসে শিব পূজাকে কেন্দ্র করে শ্রাবণ মাসের প্রথম থেকেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে শিবের মেলা।


কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম পাথরশন মাধাইখাল কালি মন্দির সংলগ্ন সোমনাথ বাবা মন্দিরে শিব লিঙ্গে জল ঢালাকে কেন্দ্র করে চলছে শিবের মেলা। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার । শিব লিঙ্গে জল ঢেলে মনস্কামনা পূরণে ভোর থেকেই চলছে শিব ভক্তদের ঢল। দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শিবভক্তরা এখানে শিবলিঙ্গে জল ঢালতে আসেন।

প্রসঙ্গত বামানহাট পাথরশনের মাধাইখাল কালীমন্দিরের পূর্ব পাশেই রয়েছে সোমনাথ বাবার মন্দির। এই মন্দিরে শ্রাবন মাসে শিবলিঙ্গে জল ঢালতে ভক্ত বৃন্দের সমাগম ঘটে । জানা যায় বেনারস থেকে আসা সাধু এই মন্দিরের উদ্বোধন করেন।আনুমানিক ১৫ বছর আগে এই মন্দির নির্মাণ করা হয়।


এ প্রসঙ্গে পূজা কমিটির সম্পাদক ললিত বর্মন জানান " গত বছর গুলির তুলনায় এবারে ভক্তবৃন্দের সমাগম অনেক বেশি। সকল সহযোগিতায় শিবের মেলা আনন্দ মেলায় পরিণত হয়েছে। "

إرسال تعليق

0 تعليقات

Ad Code