Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসমের নদীবর্তী এলাকায় ভুয়া ভোটার চিহ্নিত করতে বিশেষ ভোটার তালিকা সংশোধন: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অসমের নদীবর্তী এলাকায় ভুয়া ভোটার চিহ্নিত করতে বিশেষ ভোটার তালিকা সংশোধন: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

Assam voter list 2025, SIR electoral roll Assam, Himanta Biswa Sarma eviction, Miya Muslim eviction Assam, Assam chars bogus voters, Aadhaar voter list Assam, Assam minority eviction news


চিরাং, অসম ১১ আগস্ট ২০২৫ — অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের নদীবর্তী অঞ্চলগুলিতে ভুয়া ভোটারদের চিহ্নিত করতে একটি বিশেষ ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া চালু করা হবে। তাঁর মতে, এই অঞ্চলগুলিতে মৃত ব্যক্তি ও অন্যত্র বসবাসকারী নাগরিকদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে, অথচ ভোটদানের হার প্রায় শতভাগ।

চর ও নদীবর্তী এলাকায় ভোটার তালিকা আধারের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “এই তালিকায় অনেক মৃত ও অনুপস্থিত ব্যক্তির নাম রয়েছে। আধার সংযুক্তির মাধ্যমে দ্বৈত ভোটারদের চিহ্নিত করা সম্ভব হবে এবং ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে।”

তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, “তিনি বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছেন, অথচ স্পষ্ট করে বলছেন না কী চান। যদি ভোটার তালিকা এত ভুলে ভরা হয়, তাহলে কংগ্রেস কীভাবে হিমাচল, কর্ণাটক ও তেলেঙ্গানায় জয়লাভ করল? ইভিএমের পর এখন ভোটার তালিকাকে অস্ত্র বানাচ্ছেন।”

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মিয়া মুসলিম অনুপ্রবেশকারীদের বনভূমি, গ্রামীণ চরাগাহ ও পেশাগত চরাগাহ এলাকা থেকে উচ্ছেদ করছি। আমাদের জনগণ এইসব জমি দখল করে না। আদিবাসীদের মতো অ-আদিবাসীরা এই জমির পাট্টা পাওয়ার যোগ্য নন।”

তিনি আরও বলেন, “সংখ্যালঘু ছাত্র সংগঠনগুলির প্রতিবাদে সরকারের নীতি বদলাবে না। বরং আরও উচ্ছেদ অভিযান চলবে, যদি তারা আরও বেশি আওয়াজ তোলে।”

Tag: Assam voter list 2025, SIR electoral roll Assam, Himanta Biswa Sarma eviction, Miya Muslim eviction Assam, Assam chars bogus voters, Aadhaar voter list Assam, Assam minority eviction news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code