Latest News

6/recent/ticker-posts

Ad Code

রায়গঞ্জের যুবককে ‘রোহিঙ্গা’ সম্বোধন করে বেধড়ক মারধরের অভিযোগ

রায়গঞ্জের যুবককে ‘রোহিঙ্গা’ সম্বোধন করে বেধড়ক মারধরের অভিযোগ

Raiganj News



রায়গঞ্জ স্টেশনে (Raiganj Station) জিআরপি (GRP) কর্মীদের সঙ্গে এক যুবকের বচসা ও হাতাহাতি ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ওই যুবককে লকআপে নিয়ে বেধড়ক মারধর করেছে পুলিশ। আহত যুবক প্রেম আনন্দ মেহেতা (Prem Anand Mehta) দাবি করেছেন, তিনি ভারতীয় সেনার (Indian Army) কর্মী। রায়গঞ্জের লক্ষণিয়া এলাকার বাসিন্দা প্রেম আনন্দ বর্তমানে তামিলনাড়ুতে কর্মরত এবং সম্প্রতি ছুটিতে বাড়ি ফিরেছেন।




শনিবার দুপুরে পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে রায়গঞ্জ স্টেশনে আসেন তিনি। মা, দিদি ও ভাইজিকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর একটি ব্যাগ প্ল্যাটফর্মে থেকে যায়। প্রেম আনন্দ জানান, সেই ব্যাগটি মাকে দেখাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় কয়েকজন জিআরপি কর্মী তাকে ‘রোহিঙ্গা’ বলে কটূক্তি করেন। প্রতিবাদ জানাতেই বচসা শুরু হয়, যা মুহূর্তে হাতাহাতিতে রূপ নেয়। এরপর তাকে লকআপে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আহত যুবকের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।




ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ডালখোলা জিআরপি এস-এর আইসি রাকেশ গুপ্তার (Rakesh Gupta) সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।


রায়গঞ্জ স্টেশনে প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায় শুধু যাত্রীদের নিরাপত্তা নিয়েই নয়, পুলিশি আচরণ নিয়েও প্রশ্ন উঠছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code