Latest News

6/recent/ticker-posts

Ad Code

শাকদল এ পি বিদ্যালয়ে ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা

শাকদল এ পি বিদ্যালয়ে ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা

শাকদল এ পি বিদ্যালয়ে ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা


নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: গতকাল কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দিনহাটা নিবিড় মণ্ডল চক্রের অন্তর্গত শাকদল ১ নং এ পি বিদ্যালয়ে উদযাপিত হল দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস ও বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তির সূচনা অনুষ্ঠান। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভারম্ভ হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা শোভাযাত্রা বের করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে নাচ গানের আয়ােজন করা হয় ।

এদিন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিবেন বর্মনের অর্থানুকুল্যে বিদ্যালয়ের তোরণের শিলান্যাস করা হয় ।

প্রসঙ্গত শাকদল ১নং এ পি বিদ্যালয় এবারে ৭৫ বছরে পদার্পণ করল। তাই প্লাটিনাম জুবিলী বর্ষে বিদ্যালয়ের অনুষ্ঠানের আজ শুভারম্ভ হল। এই উপলক্ষে আগামী ১৭ ই আগস্ট রবিবার চার দলীয় ফুটবল ম্যাচের আয়ােজন করা হয়েছে। এবং সমাপ্তি অনুষ্ঠান ডিসেম্বর মাসের ১৫ তারিখ বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন দিনহাটা নিবিড় মন্ডল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সামাদুল শেখ মহাশয়, বিশিষ্ট শিক্ষক বরুন মজুমদার, ভেটাগুড়ি ২নং অঞ্চলের প্রধান শ্রীমতি প্রিয়াঙ্কা দে সরকার, হাড়িভাঙ্গা অঞ্চলের প্রধান মাননীয় দীপঙ্কর বর্মন , প্রধান শিক্ষক অনিষ কুমার রায় সহ বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

إرسال تعليق

0 تعليقات

Ad Code