Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rajanya Halder । AI-র মাধ্যমে অশ্লীল ছবি ! নিজের দলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ রাজন্যার !

Rajanya Halder । AI-র মাধ্যমে অশ্লীল ছবি ! নিজের দলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ রাজন্যার ! 

rajanya halder ai photo, rajanya halder,
photo credit: rajanya halder instagram


কসবাকাণ্ডের রেশ না কাটতেই নতুন করে বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। একদা টিএমসিপি (TMCP) নেত্রী রাজন্যা হালদার বিস্ফোরক অভিযোগ এনেছেন দলেরই ছাত্রনেতাদের বিরুদ্ধে। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মাধ্যমে অশ্লীল ছবি তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে।

রাজন্যার অভিযোগ, দলের একাধিক ছাত্রনেতা একে অপরের সঙ্গে এইসব ছবি শেয়ার করে নিচ্ছেন। যদিও তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে অবহিত করেছেন এবং দলের নির্দেশ অনুযায়ী প্রশাসনিক অভিযোগ দায়ের করবেন। তাঁর কটাক্ষ, “মনোজিৎ একজন নয়, তৃণমূলে আরও অনেক মনোজিৎ রয়েছে”।

এক সাক্ষাৎকারে রাজন্যা জানান, “এআই দিয়ে আমার নগ্ন (নিউড) ছবি বানিয়ে বিভিন্ন জনের মোবাইলে পাঠানো হয়েছিল। প্রাথমিক ভাবে বিষয়টি আমার স্বামী প্রান্তিকের কয়েকজন জুনিয়র পাঠিয়ে জানায়।”


রাজন্যার অভিযোগ, অভিযুক্ত ছাত্রনেতা এর মাধ্যমে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, “কসবাকাণ্ডের মূল অভিযুক্তের মতো তৃণমূল ছাত্র পরিষদে এমন অনেকেই আছে। আমাদের নিজেদের ঘর আগে পরিষ্কার করতে হবে, তারপর অন্যের ঘর নিয়ে ভাবা উচিত।”

এর আগে গত ২৬ জুন কসবার একটি 'ল' কলেজের ছাত্রীকে ক্যাম্পাসের ভেতর গণধর্ষণের অভিযোগে ওই ছাত্রনেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তের বিরুদ্ধে একের পর এক নারী হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসছে। রাজন্যা জানান, অভিযুক্ত একসময় তাঁকেও জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। “তখনই বুঝেছিলাম, ওর আচরণ স্বাভাবিক নয়,” বলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code