Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আজ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 



Murmu




কল্যাণী এইমসের সমার্বতন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, আজ সকালেই বাংলার দিকে রওনা তিনি। সন্ধ্যায় যাবেন দক্ষিণেশ্বরে। নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।

বুধবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর তিনি যাবেন দক্ষিণেশ্বরে এমনটাই খবর। প্রথম সমাবর্তনে যোগ দেবেন তিনি। সেখানে বক্তব্য রাখবেন তিনি। শংসাপত্র তুলে দেবেন তিনছাত্রের হাতে। রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে যাবেন তিনি এমনটাই খবর।

রাষ্ট্রপতির অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে ব্যস্ততার কারণে তিনি থাকছেন না বলেই খবর। তাঁর পরিবর্তে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত থাকবেন কল্যাণী এইমসে। রাষ্ট্রপতি সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ছে এইম্স।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code