Mimi Chakraborty: From Bikini to Saree, A Stylish Journey Captivating the Internet!
বুধবার থেকেই নেটপাড়ায় 'মিমি-জ্বর' তুঙ্গে। সৌজন্যে, আসন্ন ছবি 'রক্তবীজ ২'-এর ঝলক। এই ঝলকে নীল বিকিনিতে ঝড় তুলে দিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), যা দেখে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, বলিউডে দীপিকা-কিয়ারা থাকলে, টলিউডে আছেন মিমি। কেউ বা আবার এক ধাপ এগিয়ে বলছেন, আবেদনে বলিপাড়ার তাবড় লাস্যময়ীদেরও দশ গোল দেবেন তিনি। এই 'Bikini Look' নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
অভিনেত্রীও আপাতত ভাসছেন প্রশংসার জোয়ারে। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (Social Media Account) উঁকি দিলেই এই জনপ্রিয়তার প্রমাণ মেলে। উল্লেখ্য, পর্দায় চুমু খাওয়া নিয়ে মিমির ছুঁতমার্গ থাকলেও, এবার বিকিনি লুকে তিনি রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। বলা বাহুল্য, 'রক্তবীজ'-এর সমূহ কাস্টিংয়ের মধ্যে লাইমলাইট (Limelight) সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছেন মিমি। বাঙালি দর্শক হয়তো এই চমকের জন্য প্রস্তুত ছিলেন না, তবে মিমির এই সাহসী অবতার (Bold Avatar) নিঃসন্দেহে মুগ্ধ করেছে সবাইকে।
তবে শুধু বিকিনিতেই নয়, শাড়িতেও মিমি সমানভাবে মোহময়ী। তাঁর বিকিনি লুকে শোরগোল হলেও, সম্প্রতি হলুদ শিফন শাড়িতে তাঁর ছবিগুলি আবারও নেটপাড়ার চর্চায় উঠে এসেছে। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে, আঁচল উড়িয়ে প্রায় ঘায়েল করার জোগাড় করেছেন মিমি। কখনও সোফায় গা এলিয়ে দিয়েছেন, তো আবার কখনও শুধু ফ্রেমের এক কোণায় উঁকি দিচ্ছে তাঁর মাখনের মতো মসৃণ পা। চোখেমুখে দুষ্টু ইশারা নিয়ে মিমির এই শাড়ি পরা ছবিগুলি দেখে অনুরাগীরা আবারও 'উফফ মিমি!' বলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাঁর 'Saree Look' এবং 'Traditional Attire' ও সমানভাবে প্রশংসিত হচ্ছে।
মিমি চক্রবর্তী প্রমাণ করলেন, তিনি কেবল একজন দক্ষ অভিনেত্রীই নন, ফ্যাশন এবং স্টাইলের জগতেও তিনি সমানভাবে সাবলীল।
বিকিনি থেকে শাড়ি, প্রতিটি পোশাকেই তিনি নিজের স্বতন্ত্রতা এবং গ্ল্যামার (Glamour) ধরে রেখেছেন, যা তাঁকে টলিউডের অন্যতম স্টাইল আইকন (Style Icon) হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই 'Actress' এর 'Fashion Sense' সত্যিই অনবদ্য।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊