বুড়িরহাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ১০টি পরিবারের
বুড়িরহাটে ফের রাজনৈতিক পালাবদল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দশটি পরিবার। শুক্রবার এই যোগদান পর্বে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বুড়িরহাট অঞ্চল তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের দাবি, বিজেপি-র "ভুল নীতিতে" ভরসা হারিয়েছেন বহু সাধারণ মানুষ। তারই ফলশ্রুতিতে এই পরিবারগুলোর যোগদান। যোগদানকারীদের অভিমত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলেই আস্থা রেখে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।
তৃণমূল নেতা আব্দুল সাত্তার জানান, "এটি শুধুমাত্র রাজনৈতিক পালাবদল নয়, এটি বিজেপির জনবিচ্ছিন্নতার স্পষ্ট চিত্র। আগামী দিনে আরও অনেকেই তৃণমূলের পতাকা তলে আসবেন।"
এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊