Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

Highcourt


রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে এই মর্মে এবার উচ্চশিক্ষা দফতরকে চিঠি পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, জরুরি কোনও প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে। নয়তো ইউনিয়ন রুম তালাবন্ধই থাকবে। পাশাপাশি রাজ্যের কাছে হাইকোর্ট ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অবস্থান জানতে চেয়েছে। রাজ্যকে হলফনামা দিয়ে তা জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৪ই জুলাই।

দীর্ঘ দিন ধরে রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটি জনস্বার্থ মামলায় বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয়। অনেকে মনে করছেন ছাত্র সংসদের ভোট না করে ইউনিয়ন রুম খোলা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। যদিও এই কথা বিচারপতিদের মুখে শোনা যায়নি।


প্রসঙ্গত রাজ্যের স্কুল, কলেজে দীর্ঘ দিন ধরে ভোট না-হওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিরোধী শিবিরের ছাত্র সংগঠনগুলি। তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিও করে। সম্প্রতি কসবা ল কলেজের ধর্ষন কাণ্ড প্রকাশ্যে আসার পরেই আরও তীব্রভাবে সুর চড়িয়েছে বিরোধীরা। ইউনিয়ন রুমে নির্যাতিতাকে ধর্ষন করার অভিযোগ উঠেছে। গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন কলেজের প্রাক্তনী। দু’জন বর্তমান ছাত্র। তিন জনেরই তৃণমূল-যোগ প্রকাশ্যে এসেছে। বিরোধী দল গুলির ছাত্র সংগঠন গুলি দীর্ঘ দিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না-হওয়াকেও দায়ী করেছে। এই আবহে ইউনিয়ন রুম তালাবন্ধ রাখার নির্দেশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code