অবসরের দিনেই চিরবিদায়, বিএসএফ জওয়ান আশীষ দাসের নিথর দেহ ফিরলো নিজ গ্রামে
দিনহাটা, ৩১শে জুলাই: দেশসেবায় জীবনের অনেকটা সময় কাটিয়ে, অবসরের দিনেই চিরবিদায় নিলেন বিএসএফ জওয়ান আশীষ দাস। পাঞ্জাবে কর্মরত অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে গত ২৯শে জুলাই তাঁর মৃত্যু হয়।
যেদিন তাঁর কর্মজীবনের শেষ দিন ছিল, সেদিনই তাঁর নিথর দেহ ফিরে আসে নিজ গ্রাম সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মরদেহ গ্রামে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন, প্রতিবেশী এবং গ্রামের মানুষজন কান্নায় ভেঙে পড়েন।
ধর্মীয় রীতি-নীতি মেনে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। এই কঠিন সময়ে পাশে এসে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন এবং এলাকার অসংখ্য মানুষ। দেশের প্রতি কর্তব্য পালনে জীবন উৎসর্গ করা আশীষ দাসের এই বিদায় এলাকাবাসীর হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
আশীষ দাসের প্রতি সম্মান জানাতে বিএসএফ-এর পক্ষ থেকে গার্ড অব অনার ও গান স্যালুট প্রদান করা হয়। দেশের জন্য নিরলসভাবে কাজ করা এই জওয়ানের আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, প্রতিবেশী এবং সমগ্র এলাকা শোকস্তব্ধ। সকলেই তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊