Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৌমার অবৈধ সম্পর্কে প্রতিবাদ, বৌমার হাতে খুন শাশুড়ি

বৌমার বিরুদ্ধে শ্বশুর খুনের অভিযোগ, মৃতদেহ উদ্ধার মাঠের মাটি খুঁড়ে চাঞ্চল্য মল্লারপুরে

Birbhum news


বৌমার অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় প্রাণ হারালেন শ্বশুর—এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে। সোমবার দুপুরে মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।




পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তামাল বাগদি। অভিযোগ, তাঁর বৌমা এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। শ্বশুর তামাল বাগদি সেই সম্পর্কের প্রতিবাদ করলে বৌমার সঙ্গে প্রায়শই অশান্তি হত। একমাস আগে এই অশান্তির জেরে বৌমা নিজের বাবার বাড়ি চলে যান।




রবিবার তামালবাবু তাঁর নিজস্ব চাষের জমি দেখতে বাড়ি থেকে বেরোন, কিন্তু রাতে আর ফিরে আসেননি। পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান মেলেনি। সোমবার সকালে গ্রামের একটি ফাঁকা মাঠে অস্বাভাবিকভাবে মাটি চাপা পড়ে থাকা অংশ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে এক মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে।




পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্তে নামে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, বৌমা ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। তামালবাবুর স্ত্রী তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন—বৌমা, স্থানীয় দুই যুবক এবং বৌমার বাবা-মা। ইতিমধ্যেই মল্লারপুর থানার পুলিশ বৌমা-সহ তিনজনকে আটক করেছে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code