দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার ১৯ লক্ষ টাকার কফ সিরাপ
কোচবিহার, ২৭ জুলাই ২০২৪: রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ ফোর্স (GRPF)-এর যৌথ অভিযানে দিনহাটা স্টেশন থেকে উদ্ধার হলো প্রায় ৯,০০০ বোতল অবৈধ কফ সিরাপ। শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকার বেশি।
RPF এবং GRPF সূত্রে জানা গেছে, আজ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা রেলস্টেশনে পৌঁছালে এর পার্সেল ভ্যান থেকে ১৫টি বস্তা নামানো হয়। এই বস্তাগুলো "মেডিসিন" হিসেবে বুকিং করা ছিল। তবে, রেলস্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় তারা বস্তাগুলো খুলে পরীক্ষা করেন এবং দেখেন সেগুলোর ভেতরে রয়েছে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ।
তাৎক্ষণিকভাবে কফ সিরাপগুলো বাজেয়াপ্ত করা হয়। RPF সূত্রে আরও জানা গেছে, মোট ১৫টি বস্তায় ৩০ কার্টুন কফ সিরাপ ছিল। প্রতিটি কার্টুনে ৩০০টি করে বোতল থাকায় সর্বমোট ৯০০ লিটার কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় GRPF ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।
এই অবৈধ কফ সিরাপের উৎস এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊