শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলা!
২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি। কিন্তু সেই নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট শুনানি শেষে নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হওয়া সব মামলা খারিজ করে দেয়। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হল। মামলা করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ।
মামলাকারীদের বক্তব্য ছিল, ২০১৬ সালের নিয়োগের বিজ্ঞপ্তি ২০১৬ সালের মতোই হওয়া উচিত। ২০২৫ সালের নিয়মে হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। বয়সে ছাড়, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি, নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছে। তবে সেই আবেদন খারিজ করে হাই কোর্ট । শুধুমাত্র অযোগ্য প্রার্থী (দাগী)দের পরীক্ষায় অংশগ্রহণ না করার নির্দেশ দিয়েছে আদালত। নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলাগুলি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আদালত জানিয়েছে, এসএসসি-র বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না। এটা সত্য যে, কমিশন এবং পর্ষদই বর্তমান অচলাবস্থার জন্য দায়ী। কিন্তু দ্রুত শূন্যপদ পূরণ করা এখন লক্ষ্য। না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে। কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊