Latest News

6/recent/ticker-posts

Ad Code

রোহিঙ্গা ও আইএসআই সংযোগে বাংলাদেশে গৃহযুদ্ধের আশঙ্কা !

রোহিঙ্গা ও আইএসআই সংযোগে বাংলাদেশে গৃহযুদ্ধের আশঙ্কা ! 

Risk of civil war in Bangladesh due to Rohingya and ISI connection!


বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি দিনদিন আরও জটিল হয়ে উঠছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকেই দেশের শাসন ক্ষমতা দখলের জন্য সক্রিয় হয়ে উঠেছে জামাত ও বিএনপি। এই দুই দলের গতিবিধির মধ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া দেখা যাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের আইএসআই এবং রোহিঙ্গা চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে সংযোগ নিয়ে গোয়েন্দা মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সম্প্রতি তিনজন পাকিস্তানি সেনা অফিসার—নাদিম আহমেদ, মহম্মদ তালাও, ও সইদ আহমেদ রাও—বাংলাদেশে চুপিসারে প্রবেশ করেছেন। জানা গিয়েছে, তাঁদের নতুন পাসপোর্ট কিছু সপ্তাহ আগেই ইস্যু করা হয় এবং তাঁরা গিয়েছেন কক্সবাজারের রামু আর্মি ক্যাম্পে। এই অঞ্চলটি রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত এলাকা, এবং গোয়েন্দাদের ধারণা এই সফরের মূল উদ্দেশ্য ছিল আইএসআই ও রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে আঁতাঁত গড়ে তোলা। এই গোপন সফর বাংলাদেশে গৃহযুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কূটনৈতিক মহল।

রোহিঙ্গা শিবিরে চরমপন্থী মনোভাব গড়ে তোলার চেষ্টা বহুদিন ধরেই চলছে বলে দাবি করছেন গোয়েন্দারা। বিএনপির মদতে ওই অঞ্চলে ছায়াযুদ্ধের পরিকল্পনা তৈরি হচ্ছে, এবং এই উগ্রবাদী রোহিঙ্গা তরুণদের ব্যবহার করে ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলে অশান্তি ছড়ানোর ছক তৈরি করছে আইএসআই। পাকিস্তানের দিক থেকে দেওয়া সন্ত্রাসবাদের প্রশিক্ষণ বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও দাবি উঠছে।

এই মুহূর্তে নয়াদিল্লি পুরো বিষয়টির উপর কড়া নজর রাখছে। কারণ, যদি এই গোপন সফর ও আঁতাঁতের খবর সত্যি হয়, তাহলে তার সুদূরপ্রসারী প্রভাব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কূটনৈতিক স্থিতিতে পড়তে পারে। একইসঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ও অভ্যন্তরীণ শান্তি রক্ষার ক্ষেত্রেও এটি একটি বড় সংকেত। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সময়ের অপেক্ষা । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code