Ananya Panday: অনন্য অনন্যা! বিকিনিতে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী
অদম্য অনন্যা। তাঁর ছবির পারদে নেটপাড়ায় যেন আগুন জ্বলছে। অভিনেত্রী বর্তমানে গ্রিসে রয়েছেন। সেখান থেকেই ছুটির মেজাজে ধরা দিলেন।
ইনস্টাগ্রামে অভিনেত্রী অনন্যা পাণ্ডের নতুন ফটোশুট ঝড় তুলেছে যুবা হৃদয়ে। বন্ধুর ব্যাচেলার পার্টিতে নাকি গ্রিসে আছেন তিনি।
অনন্যার ছবি নেট পাড়ায় বেশ প্রশংসা পাচ্ছে। ছবির কমেন্ট বক্স প্রশংসায় ভরে গেছে। অভিনেত্রী কখনও ব্রা আবার কখনও গেরুয়া সারংয়ে নজর কাড়লেন।
তবে অনন্যার শরীরী আবেদনে যতই বুঁদ হোক নেটপাড়া, একাংশ আবার ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন বলে মনে করছেন!
চর্চা যতই হোক অনন্যা যে বর্তমান প্রজন্মের 'আই ক্যান্ডি', সেটা তাঁর জনপ্রিয়তা দেখলেই বেশ বোঝা যায়।
Ananya Panday is an Indian actress who works in Hindi films. All pictures were collected from her insta account.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊