নেপালের গ্ল্যামার কুইন অদিতি বুধাথোকি, সোশ্যাল মিডিয়ার নতুন হার্টথ্রব
নেপালের চলচ্চিত্র ও মডেলিং জগতের এক উজ্জ্বল নাম—অদিতি বুধাথোকি (Aditi Budhathoki)। তাঁর সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসে মুগ্ধ আট থেকে আশি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবির মাধ্যমে আবারও শিরোনামে উঠে এসেছেন এই নেপালি অভিনেত্রী।
ভিজে বিকিনিতে ভাইরাল অদিতি
সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি গোলাপি বিকিনির ছবিতে অদিতি (Aditi Budhathoki) যেন আগুন ধরিয়ে দিয়েছেন নেটদুনিয়ায়। তাঁর সাহসী ও গ্ল্যামারাস লুক দেখে অনেকেই তাঁকে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তুলনা করছেন।
অভিনয় ও মডেলিং কেরিয়ার
জন্ম: নেপালের দমকে
প্রথম বড় ব্রেক: নেপালি ছবি Kri
বর্তমানে ভারতের মুম্বইয়ে বসবাস, মডেলিং ও অভিনয় দুই ক্ষেত্রেই সক্রিয়
ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা: প্রায় ১৮ লক্ষ
স্টাইল আইকন ও ফ্যাশন সেনসেশন
অদিতির ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি তাঁকে (Aditi Budhathoki) তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। তাঁর প্রতিটি পোস্টে লক্ষ লক্ষ লাইক ও মন্তব্য দেখা যায়।
নেটিজেনদের প্রতিক্রিয়া
নেটিজেনরা বলছেন, “অদিতির সৌন্দর্য ও স্টাইল একেবারে বলিউড লেভেলের।” কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “নেপালের মনীষা কৈরালার পর যদি কেউ নজর কাড়ে, তবে তিনি অদিতি বুধাথোকি”।
এই মুহূর্তে অদিতি বুধাথোকি (Aditi Budhathoki) শুধু নেপাল নয়, গোটা দক্ষিণ এশিয়ার গ্ল্যামার দুনিয়ায় এক উজ্জ্বল নাম। তাঁর পরবর্তী প্রজেক্ট নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊