Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sixth Pay Commission: ষষ্ঠ পে কমিশন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ

Sixth Pay Commission: ষষ্ঠ পে কমিশন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ

Sixth Pay Commission: ষষ্ঠ পে কমিশন নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ


পে কমিশনের সুপারিশ প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১ জুলাইয়ের মধ্যে এই পে কমিশনের সুপারিশ প্রকাশ করার জন্য নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের পে কমিশনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে এই সুপারিশ প্রকাশ করতে হবে।


বিচারপতি বলেন, "পে কমিশনের সুপারিশ সরকারের কোনও গোপন নথি নয়। কীসের এত গোপনীয়তা। এটা সমস্তপ্ত সরকারি কর্মচারীর জন্য।"

রাজ্যের উদ্দেশে তিনি আরও বলেন, "এত ভলিউমের রিপোর্ট বানিয়েছেন, অথচ না প্রকাশ করলে কীসের এর যৌক্তিকতা।"


প্রসঙ্গত, দেবপ্রসাদ হালদার নামে এক সরকারি কর্মীর দায়ের করা মামলায় এই নির্দেশ আদালতের। দেবপ্রসাদ হালদারের অভিযোগ, অফিসিয়াল ওয়েবসাইটে কোনও তথ্য দেওয়া হয়নি। অথচ ডিএ মামলায় রাজ্য দাবি করছে ষষ্ঠ পে কমিশন তারা মেনে চলছে।


বিচারপতি এর পরই রাজ্যকে প্রশ্ন করেন, জনসমক্ষে বা পাবলিক ডোমেনে এই সুপারিশ কবে আসবে। রাজা কোনও সদুত্তর না দিতে পারায় নির্দিষ্ট সময় বেঁধে তা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি। এদিকে,


এদিকে গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৪ সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬ সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৪ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার। কিন্তু রাজ্যের তরফে এখনো কোন বিজ্ঞপ্তি সামনে আসেনি, বরং রাজ্য সরকার কয়েকটি ধারার ক্ষেত্রে আরও বিশদ ব্যাখ্যা চেয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন নির্দেশের 'মডিফিকেশন' চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code