Latest News

6/recent/ticker-posts

Ad Code

কয়েক ঘন্টা লেট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ভোগান্তিতে দিনহাটা স্টেশনে বসে আছেন বহু ট্রেন যাত্রী

কয়েক ঘন্টা লেট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ভোগান্তিতে দিনহাটা স্টেশনে বসে আছেন বহু ট্রেন যাত্রী



কয়েক ঘন্টা লেট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ভোগান্তিতে দিনহাটা স্টেশনে বসে আছেন বহু ট্রেন যাত্রী। উল্লেখ্য বৃহস্পতিবার উত্তরবঙ্গ এক্সপ্রেসের ইঞ্জিন খারাপ হওয়ার দরুন ভোগান্তিতে পড়তে হয়েছে ট্রেন যাত্রীদের। 


জানা যায় অন্যান্য দিন যেখানে সকাল 11 টার মধ্যে বামন হাট স্টেশনে পৌঁছে যায় উত্তরবঙ্গ এক্সপ্রেস। এরপর পৌনে দুইটার নাগাদ ট্রেন ছেড়ে দিনহাটা স্টেশন হয়ে রওনা দেয়। কিন্তু এদিন নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে একটা চার মিনিটে দিনহাটা স্টেশনে এসে পৌঁছায় পরবর্তীতে বামনহাট স্টেশন যাবার পথে ওকড়াবাড়ি সংলগ্ন এলাকায় ইঞ্জিন খারাপ হওয়ার জন্য ট্রেনটি আটকে যায়। প্রায় দেড় ঘন্টা আটকে থাকার পর বামন হাটের উদ্দেশ্যে রওনা দেয়। 



এদিকে দিনহাটা স্টেশনে দীর্ঘ আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বসে আছেন যাত্রীরা। কেউ যাবেন শিলিগুড়ি কেউ যাবেন কলকাতা কেউ যাবেন মালদা। দিনহাটা স্টেশন থেকে আড়াইটার সময় ছাড়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস, বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে গেলেও দেখা মেলে নি ট্রেনের। দীর্ঘ আড়াই তিন ঘন্টা ও বেশি সময় ধরে স্টেশনে বসে থেকে প্রকার অতিষ্ঠ হয়ে যান যাত্রীরা। বিকেল পাঁচটায় খবর হওয়া পর্যন্ত, তখনো ট্রেন দিনহাটা স্টেশনে আসেনি। যাত্রীরা কি বলছেন শুনে নেব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code