Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, দাবি উড়ালো ইরান

ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করলো ট্রাম্প

Iran Israel war


ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করলো ট্রাম্প। দুই দেশেই যুদ্ধ বিরতিতে রাজি বলে জানান তিনি। ট্রাম্প জানিয়েছেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ বলে নিশ্চিন্ত হতে পারবেন সকলে।

ইরান ও ইজরায়েল যুদ্ধে অংশ নেয় আমেরিকাও। আমেরিকা হামলা চালায় ইরানে। এরপর ইরান পাল্টা কাতারে আমেরিকার বেস ক্যাম্পে হামলা চালায়। আর তার পরই যুদ্ধবিরতির ঘোষণা করলেন ট্রাম্প। CNN জানিয়েছে, এই যুদ্ধবিরতিতে কাতার মধ্য়স্থতা করেছে।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সকলকে অভিনন্দন! ইরান এবং ইজরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে'। তবে যুদ্ধবিরতির ঘোষণা হলেও, এখনও ইরান এবং ইজরায়েল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের দাবি, যে অভিযান চলছে, তা শেষ হওয়ার অপেক্ষা। তার পরই যুদ্ধবিরতি কার্যকর হবে। তাঁর বক্তব্য, 'আগামী ছ’ঘণ্টার মধ্যে, ইজরায়েল এবং ইরান সব অভিযান সম্পূর্ণ করে ফেলবে, চূড়ান্ত অভিযান সম্পূর্ণ হবে’।

১২ দিনের যুদ্ধ শেষ হলে ট্রাম্পকে সবাই সেলাম জানাবে বলে আশাবাদী। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির সময় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে দুই দেশ, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তারা। দুই দেশকেই তাদের শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। এই গোটা পরিস্থিতিকে তিনি ‘The 12 Day War’ বলে উল্লেখ করেছেন।

তাঁর কথায়, ‘এই যুদ্ধ বেশ কয়েক বছর ধরে চলতে পারত, গোটা পশ্চিম এশিয়াকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি, হবেও না কখনও। ঈশ্বর ইজরায়েলকে আশীর্বাদ করুন, ইরানকেও আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন পশ্চিম এশিয়াকে। আমেরিকাকে আশীর্বাদ করুন ঈশ্বর, গোটা বিশ্বকে আশীর্বাদ করুন’।

যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “আমেরিকার সঙ্গে এখনও পর্যন্ত আমাদের যুদ্ধবিরতি বিষয়ে কোনও চুক্তি হয়নি। তবে ইজ়রায়েল নতুন করে হামলা না করলে, আমরাও আর সংঘাতে জড়াব না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code