Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঈদের শুভেচ্ছা জানান প্রিয়জনকে, রকমারি ছন্দে, রকমারি ছবিতে

ঈদের শুভেচ্ছা জানান প্রিয়জনকে, রকমারি ছন্দে, রকমারি ছবিতে 



Eid Greetings. download images and sent your family, friends and other. 


Eid



ইসলাম ধর্মের মানুষদের সবচেয়ে বড় উৎসব ঈদ। একটি ঈদ উল ফিতর অপরটি ঈদ উল আযহা। ঈদ উল আযহা-র ঈদে প্রধানত ঈদের নামাজের পর পশু কোরবানির নিয়ম। ৭ জুন, ২০২৫-এ মুসলমান ধর্মের মানুষেরা পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত করে৷ যেহেতু ভারত সৌদি আরবের একদিন পর বকরিদ বা ঈদ-উল-আজহা উদযাপন করে, ভারতে বসবাসকারী মুসলমানরা ৭ই জুন এই উত্সবটি পালন করছে। ৬ই জুন সৌদি আরবে হয়েছে ঈদ। 

Eid Greetings


জিলহজ্ব মাসে চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরব ৬ জুনকে ঈদ-উল-আযহা উদযাপনের দিন হিসেবে ঘোষণা করে।


 


কোরবানি দেওয়া পশুর মাংস তিন ভাগে ভাগ করে একভাগ নিজেদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজন ও একভাগ অসহায় , দুঃস্থ মানুষদের বিতরণ করা হয়। এভাবেই খুশির ঈদ উল আযহায় ইসলাম ধর্মের মানুষ নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেয়। 

ঈদের খুশিতে ভরে উঠুক আপনাদের জীবন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code