Latest News

6/recent/ticker-posts

Ad Code

dearness allowance: রথের দিনে হতাশ সরকারী কর্মচারীরা ! ডিএ নিয়ে বড় আপডেট

রথের দিনে হতাশ সরকারী কর্মচারীরা ! ডিএ নিয়ে বড় আপডেট

রথের দিনে হতাশ সরকারী কর্মচারীরা ! ডিএ নিয়ে বড় আপডেট


পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ ২৭ জুন শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে। এই আবহে কবে আসতে পারে বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি? তা নিয়ে জোর জল্পনার মাঝে রথের আনন্দ ম্লান হয়ে গেলো সরকারী কর্মচারীদের। 

রথের দিনে হতাশ সরকারী কর্মচারীরা ! কারন আজ সরকারের পক্ষথেকে মোডিফিকেশন সাবমিট করা হয়েছে। যেখানে বলা হয়েছে ডিএ মিটিয়ে দিতে আরও সময়ের প্রয়োজন। 

জানাগেছে, সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ দিতে আরও ৬ মাস সময় চাইল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, বকেয়া মহার্ঘভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে ৬ মাস আরও অতিরিক্ত সময় লাগবে। 

পাশপাশি রাজ্য সরকার এই প্রস্তাব দিয়েছে, যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক।

إرسال تعليق

0 تعليقات

Ad Code