উত্তরবঙ্গে দুদিনের মধ্যে ঢুকছে বর্ষা! রাজ্যে আগাম হাজির হচ্ছে বর্ষা!
বর্ষা এলো কেরলে। কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন পয়লা জুন। নির্ধারিত দিনের ৮ দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে হাজির দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর আগে ১৯৯০ সালের ১৯ শে মে ঢুকে পড়েছিল মৌসুমী বায়ু। ১৩ দিন আগে বর্ষা এসেছিল কেরলে। এটাই সর্বকালীন রেকর্ড। তবে ২০০৯ সালে ২৩ শে মে বর্ষা এসেছিল কেরলে। এরপর ২০২৫ এ ২৫ শে মে কেরলে ঢুকলো মৌসুমী বায়ু।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ। আগামী দু'দিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে ঢুকতে পারে। একইসঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। নির্ধারিত দিন ৮ই জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বাংলায়। তবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ই জুন। এখনো নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার আগাম আসছে তা সুনিশ্চিত আবহাওয়া দপ্তর। জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিজ্ঞানীরা।
চলতি সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা। সোম মঙ্গলবার পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে।
মঙ্গলবার ২৭ শে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে আরো শক্তিশালী হবে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে।
বুধবার থেকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই পর্বের রাজ্যের সব জেলায় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি বেশি হবার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলী ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊