west bengal school service commission: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় নতুন মোড়
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় নতুন মোড়। র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রত্যেকেই অযোগ্য। তাঁরা আর পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের স্পষ্ট নির্দেশ, “যারা ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। তাঁদের অযোগ্য হিসেবেই গণ্য করা হবে।” আদালতের এই নির্দেশে চাকরিহারাদের একাংশ আরও বিপাকে পড়লেন।
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।
যদিও পরবর্তিতে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে।
তবে এদিকে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। এইনিয়ে বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই আন্দোলনের মাঝে আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রত্যেকেই অযোগ্য। এরফলে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই পরিষ্কার হয়ে গেল দ্বন্দ। সূত্রের খবর আগামী সপ্তাহের প্রথমদিকেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊