মাধ্যমিকে মুরালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রথম তশরিফ রাজা, প্রাপ্ত নম্বর ৬৭২, গর্বিত মুরালিগঞ্জ হাইস্কুল কর্তৃপক্ষ
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং:-
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় মুরালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল হাপ্টিয়া গোছ গ্রাম পঞ্চায়েতের ভূসপিটা এলাকার হিরমনগোছ গ্রামের অন্যের বাড়িতে খেটে খুয়া এক শ্রমিকের ছেলে তশরিফ রাজা । তাঁর প্রাপ্ত নম্বর 700-এর মধ্যে 672। এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
তশরিফ রাজা জানায়, “নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সহায়তাই আমার সফলতার মূল চাবিকাঠি। ভবিষ্যতে আমি একজন চিকিৎসক হতে চাই।” চিকিৎসক হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি এলাকার দুস্থদের চিকিৎসা করার সুযোগ পাওয়ার ইচ্ছা রয়েছে আমার । তিনি তার সাফল্যে মুরালিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলমের যথেষ্ট অবদান রয়েছে বলে জানান । বাবা সমীরুদ্দিন জানান আমি একজন খেটে খাওয়া মানুষ। অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে পড়াশোনা করাই। অনেক কষ্টে। আজ ছেলে এত সুন্দর রেজাল্ট করবে তা আমি ভাবতেও পারিনি। তিনি আরো জানান “ছেলের এই সাফল্যে আমরা গর্বিত, তবে ও বরাবরই পড়াশোনার প্রতি একাগ্র ছিল।”
স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম বলেন, “ তশরিফ রাজা আমাদের বিদ্যালয়ের গর্ব। ওর মতো ছাত্র সকলের অনুপ্রেরণা।” তশরিফ রাজার স্বপ্ন পূরণ হোক এই আমাদের আশা। পাশাপাশি হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম তশরিফ রাজার আর্থিক অনটনের জন্য পাঁচ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন স্কুলের এক বিশেষ ফান্ড থেকে । তশরিফ রাজার এই কৃতিত্বে মুখ উজ্জ্বল হয়েছে দার্জিলিং জেলার। জেলা জুড়ে তার এই অর্জন প্রশংসিত হচ্ছে। তিনি আরো জানান বিদ্যালয় থেকে মোট ১৫১ জন পরীক্ষার্থ ী পরীক্ষা দিয়েছিলেন। পাস করেন ১৪৮ জন । সার্বিকভাবে বিদ্যালয় জুড়েই ভালো ফল হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊