ইংরাজীতে পড়ে অধ্যাপক হওয়ার স্বপ্ন নগরডাকালিগঞ্জ হাইস্কুলের ছাত্রী প্রিয়াঙ্কার

Priyanka Barman


নগরডাকালিগঞ্জ হাইস্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা বর্মণ এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। কলা বিভাগ থেকে সে ৪৯১ নম্বর অর্জন করেছে, যা তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল।




প্রিয়াঙ্কার বাড়ি ভাঐরথানা পঞ্চায়েতের আবুয়ারপাথার এলাকায়। তার বাবা ধনঞ্জয় বর্মণ একজন প্রান্তিক কৃষক এবং মা একজন গৃহবধূ। অত্যন্ত সাধারণ এক কৃষক পরিবারের মেয়ে হয়েও প্রিয়াঙ্কার এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।




পড়াশোনায় বরাবরই ভালো ছিল প্রিয়াঙ্কা। মাধ্যমিক পরীক্ষাতেও সে ৬৩৫ নম্বর পেয়েছিল, যা তার মেধার প্রমাণ। ভবিষ্যতে সে ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করে একজন অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখে।




তার এই অসাধারণ ফলাফলে খুশির হাওয়া বয়ে গেছে তার পরিবার থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও।