মহানন্দা সেতুতে পুলিশের হানা, ভুট্টা ভর্তি লরি থেকে উদ্ধার ২০০ কেজি গাঁজা
মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং অভিযান চালায় মহানন্দা সেতুর উপর। আচমকা এই তল্লাশিতে এক ভুট্টা বোঝাই লরি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির পর যা উদ্ধার হয়, তাতে চমকে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা।
ভুট্টা ভর্তি বস্তার আড়ালে লুকানো ছিল ২০০ কেজি গাঁজা। পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি লরিতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। এই ঘটনায় ট্রাকচালক রবিন কয়াল এবং সহচালক কল্যাণ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, গাঁজার চালানটি কোচবিহারের তুফানগঞ্জ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটে। পুলিশের অনুমান অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
এন্টি ক্রাইম উইং-এর এই সফল অভিযানে মাদকচক্রের একটি বড় অংশ ধরা পড়েছে বলেই মনে করছে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊