Karachi port destroyed: সুদর্শনের সাথে এবার আসরে INS Vikrant, করাচি বন্দরে চলছে ধ্বংসযজ্ঞ

Karachi port destroyed: সুদর্শনের সাথে এবার আসরে INS Vikrant, করাচি বন্দরে চলছে ধ্বংসযজ্ঞ



পাকিস্তানের প্রায় সমস্ত বড় শহরেই আক্রমন শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। একদিকে যখন পাকিস্তানি ড্রোন থেকে বিমান সব কিছুকেই নাস্তানাবুদ করে দিচ্ছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই সময় এবার যুদ্ধের আসরে নামানো হলো INS Vikrant কে। করাচি বন্দরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিক্রান্ত।

গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের জেএফ ১৭ যুদ্ধবিমানও। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হয়েছিল। তাও বানচাল করে দিয়েছে ভারত।


এদিকে, ভারতীয় সেনাবাহিনী রাজস্থানের জয়সলমীর থেকে একজন পাকিস্তানি পাইলটকে আটক করেছে। পাকিস্তানি পাইলট যুদ্ধবিমান নিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল।


বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর।


আর এরপরই আক্রমনে নেমেছে ভারতীয় সেনা। লাহোরের পর এবার সিয়ালকোটে প্রত্যাঘাত। ফের প্রত্যাঘাত করল ভারত। পাকিস্তানের হামলার জবাব ভারতের।