Latest News

6/recent/ticker-posts

Ad Code

QR Code এ টাকা পাঠালেই মিলবে চাকরি! প্রতারণার ফাঁদ! পর্দা ফাঁস করলেন জয়েন্ট বিডিও

QR Code এ টাকা পাঠালেই মিলবে চাকরি! ফের ধূপগুড়ির জয়েন্ট বিডিও'র নাম করে প্রতারণার ফাঁদ! 

Another fraud trap in the name of Dhupguri Joint BDO



ধূপগুড়ির জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েনের নাম করে বেশ কয়েকজন বিএলও এবং শিক্ষকদে‌র কাছে প্রতারকদের ফোন আসে। পরিবারে সদস্যদের চাকরি দেওয়া হবে বলে ফোনে জানানো হয়।

জানা গিয়েছে, দুটি নম্বর থেকে বিএলও এবং শিক্ষকদের কাছে ফোন আসে। ফোনের ওপার থেকে শুদ্ধ বাংলায় একজন প্রথমে বলে আমি ধূপগুড়ির বিডিও বলছি , এরপর তারা আরো জানতে চাইলে ফোনের ওপার থেকে বলে ধূপগুড়ির জয়েন্ট ভিডিও বলছি পরিবারের লোককে রেল, ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে চাকরি করিয়ে দেওয়া হবে অতি দ্রুত টাকা পাঠান। রীতিমতো তাদেরকে চাপ দেওয়া হয় , এরপর ফোনে একটি কিউআর কোড পাঠানো হয় সেখানে ৪০০০ টাকা দিতে বলা হয়। এতে সকলের সন্দেহ হতেই অনেকে জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েনকে ফোন করে বিষয়টি জানায়। 

বেশ কয়েকজনের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েন। এর আগেও তার নাম করে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধানদের ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। ফের প্রতারণার ফাঁদ পাতায় চিন্তিত তিনি। 

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যাতে ফাঁদে কেউ পা না দেয় সেজন্য সকলকে সতর্ক করেছেন ধূপগুড়ির জয়েন্ট বিডিও সৌম্যদীপ বায়েন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code