Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৌদির কাটা মুণ্ডু হাতে থানায় যুবক! হাড়হিম করা কাণ্ড

বৌদির কাটা মুণ্ডু হাতে থানায় যুবক! হাড়হিম করা কাণ্ড

Basanti


সাত সকালে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে হাড় হিম করা দৃশ্য। কাটা মুন্ডু হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের। শনিবার সাতসকালে বাসন্তীর ভরতগড় এলাকায় এক মহিলার কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ যুবকের। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নিজের বৌদির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থানাতে এসে আত্মসমর্পণ যুবকের। বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে।

তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, মেয়েটির স্বামী তিন মাস আগে মারা গেছে তারপরে ওই মহিলার আজ সকালে গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে বচসার শুরু হয় এবং সেই গন্ডগোলের পরে দেওর এই ঘটনা ঘটায়। দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ । গোটা ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন। যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে পুলিশ।

বৌদির কা টা মু। ণ্ডু হাতে থানায় যুবক! হাড় হিম করা কা ণ্ড

Posted by Sangbad Ekalavya on Saturday, May 31, 2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code