উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ কবে? জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

HS EXAM



ইতিমধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানা গেছে। ২রা মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। আর আগামী ৭ মে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সোমবার বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সংসদের অফিস বিদ্যাসাগর ভবন(Vidyasagar Bhavan) থেকে ওই দিন সকালে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর সাড়ে বারোটা নাগাদ ফল ঘোষণা করা হবে। এমনটাই খবর।

চলতি বছর ৩রা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। প্রায় দেড় মাসের মাথায় ফলাফল ঘোষণা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ই মে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে সংসদ। দুপুর থেকে অনলাইনে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ৮ই মে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলি থেকে দেওয়া হবে। ঐদিন স্কুলের প্রধান শিক্ষকরা তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন।

এদিকে আগামী ২রা মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। সকাল ন’টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করবে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর ওইদিনই সকাল পৌনে দশটা থেকে ওয়েবসাইটে ও অ্যাপের মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সকাল দশটা থেকে বিভিন্ন স্কুলে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা।